সীতাকুণ্ডে বসতবাড়ি দখল নিতে অসহায় পরিবারের উপর হামলা কুপিয়ে জখম
চট্টগ্রামের সীতাকুণ্ডের অসহায় পরিবারের উপর বর্বরোচিত হামলা করে জোরপূর্বক বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ দক্ষিন রহমতনগর মাষ্টার মনিরুজ্জামানের বাড়ীতে এই ঘটনা ঘটে। এ ব্যপারে ভুক্তভোগী পরিবার থানায় মামলা দিতে গেলে সীতাকুণ্ড থানা মামলা নেইনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। পরে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার মামলা নং ৩৯০/২০২৪ ভুক্তভোগী রুবি আক্তার ৪৩ বাদী হয়ে এই মামলাটি করেন। মামলার আসামিরা হলেন একই বাড়ীর মো. জসিম উদ্দিন (৪২) পিতা মৃত জালাল আহম্মদ। আলমগীর প্রকাশ মঞ্জু (৪১) পিতা মৃত কবির আহম্মদ। মো. লিয়াকত (৩০) পিতা মৃত জালাল আহম্মদ। মো. সাকিব (২৫) ও মো. শরীফ এর পিতা মো. জাকির হসেন (৫৫)। আরাফাতুল ইসলাম পিনন (২১) পিতা মানিক মিয়া মো. কামাল পিতা মো. জাকির হোসেন। মামলা সূত্রে জানা যায় গত সোমবার ৬ মে বিকেল ৩ টার সময় ভুক্তভোগী পরিবার নিজবাড়ীতে টিনের চালের উপর তেরপাল দিতে গেলে আসামীরা এসে বাধা দেয় এসময় ভুক্তভোগী পরিবার কেন বাধা দিচ্ছে জানতে চাইলে তারা মামলার বাদী রুবি আক্তার সহ তার মা মঞ্জুরা খাতুন (৬২) কে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এক পর্যায়ে ১ নং অভিযুক্ত আসামী তার হাতে থাকা চাপাতি দিয়ে রুবি আক্তারের মাথায় কোপ দিলে কোপ রুবি আক্তারের ডান চোখের নিছে লাগে তিনি সাথে সাথে মাটিতে পড়ে গেলে অন্য অভিযুক্তরা আসামীরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে তাকে বাচাতে তার মা মঞ্জুরা খাতুন ৬২ ও বোন খুকি আক্তার এগিয়ে এলে আসামীরা তাদের ও এলোপাতাড়ি মেরে বিভিন্ন যায়গায় যখম করে ফেলে। এসময় রুবি আক্তার ও খুকি আক্তারের গলায় থাকা ২টি স্বর্ণের চেইন লুট করে নেই বলেও অভিযোগ করা হয়। এসময় ভুক্তভোগীরা চিৎকার করে আসপাশের মানুষ ডাকলে আসামীরা তড়িৎ বাড়িতে ঢুকে আসবাসপত্র ভাংচুর করে পালিয়ে যায়। এতেই খান্ত হয়নি তারা পরে আবার গত ১০ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১২:৩০ এর সময় ফের ভুক্তভোগীদের উপর হামলা করে মারধর করে অভিযুক্ত আসামীরা এসময় ভুক্তভোগী পরিবার জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে হামলার স্বীকার রুবি আক্তার ও তার মা জানান, তাদের সাথে আমাদের যায়গার মামলা চলে আসছে বহু বছর ধরে মামলা আদালতে চলমান তারা আদালতের রায়ে হেরে যাবে জেনে জোরপূর্বক আমাদের বসতবাড়ি দখল করতে চাই, বৃষ্টির কারনে ঘরে পানি পড়ে তায় টিনের উপর তেরপাল দিতে যায় এসময় তারা এসে আমাদের উপর হামলা করে আমাকে ও আমার বৃদ্ধ মা কে বাচাতে আমার বোন এগিয়ে এলে তারা তাকেও মারধর করে, এতেই ক্ষান্ত হয়নি তারা উল্টো থানায় গিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করে দেয়। ঘটনার সময় আমার ভাই ইলিয়াস ছিল চট্টগ্রাম শহরে তাকে ১ নাম্বার আসামী করা হয় সেই মামলাতে। পুলিশ কোন তদন্ত ছাড়া রাতে আমার ভাই বাসায় আসলে তাকে ধরে কোর্টে চালান করে দেয়। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেইনি বাধ্য হয়ে ন্যায় বিচারের আশায় আমরা আদালতে মামলা করেছি আমরা এর সুষ্ঠু বিচার চাই।
প্রকাশিত। সোমবার ১৩ মে ২০২৪
প্রকাশিত। সোমবার ১৩ মে ২০২৪