• সদ্যপ্রাপ্ত সংবাদ

    স্বামীর কাছে প্রেমের খবর ফাঁস হওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়লেন স্ত্রী

     


    সম্প্রতি অনলাইনে এক ভিডিওতে দেখা গেছে, একজন নারী একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটির একদম ওপরে উঠে ঝুলে আছেন। কারণ স্বামী তার বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর জানতে পেরেছেন। 



    এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ৩৪ বছর বয়সী ওই নারী ৩ সন্তানের মা। অনলাইনে প্রকাশ পাওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।


    জানা গেছে, প্রায় সাত বছর ধরে ওই নারীর সাথে সম্পর্ক ছিল পার্শ্ববর্তী গ্রামের একজনের। সম্প্রতি ওই নারীর স্বামী রাম গোবিন্দ এই বিষয়ে জানতে পারেন। বিষয়টি জানার পর, রাম তার স্ত্রীর সাথে তর্কে জড়ান। একপর্যায়ে রাম বাসা থেকে বের হয়ে গেলে এমন কাণ্ড ঘটান ওই নারী।

    ভিডিওতে দেখা যায়, ওই নারী বৈদ্যুতিক খুঁটির ওপরে ঝুলে আছেন। এসময় নিচ থেকে কয়েকজন ব্যক্তি বারবার ওই নারীকে নিচে নেমে আসতে অনুরোধ জানান।


    ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুঁটিটির বিদ্যুত সরবরাহ বন্ধ করে ওই নারীকে নিচে নামিয়ে নিয়ে আনা হয়। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে ওই নারীকে বেঁধে নিচে নামিয়ে আনতেও দেখা যায়।

    প্রকাশিত। শুক্রবার ৫ এপ্রিল ২০২৪