• সদ্যপ্রাপ্ত সংবাদ

    অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে তারুন্য শক্তি

     

     
    চট্টগ্রাম ব্যুরো;
    গেল বছরের মতো এবারও দ্বিতীয় বারের মতো অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে জনপ্রিয় মানবিক ও সামাজিক সংগঠন তারুন্য শক্তি। শুক্রবার ৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরীর মোহরাস্থ ছাফা মোতালেব মাদ্রাসা প্রাঙ্গণে মহতি এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

    তারুন্য শক্তির প্রতিষ্ঠাতা মো ইবনুল ইভান সভাপতিত্বে ও রিয়াদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ডের চসিক কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রুবেল,চট্টগ্রামের স্বনামধন্য মানবিক ও সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সামাজিক সংগঠক মো ইলিয়াস,আলিফ চোধুরী,মো এমরান,মো জাবেদ,মোরশেদ খান,মো জামশেদ,মনিরুল আলম, তানজিব,সাইফুল,হিমেল,জিসান,জামশেদ সানি,সিফাত,আসিফ,তারেক,ফয়সাল,আরাফাত,টিপু,রাসেল,রাহাত,আকাশ,রিদয়, ইরাত,আবির,বাদশাঁহ তারেক, ফরিদ, ইমতিয়াজ,ইরফান,সাঈম,কামরুল রাহাত সহ প্রমুখ।
    প্রকাশিত। শনিবার ৬ এপ্রিল ২০২৪