ফেসবুকে অস্ত্রের ছবি, যুবককে খুঁজছে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে ফেসবুকে দেশীয় অস্ত্রের ছবি শেয়ার করায় রবিউল আওয়াল (২৫) নামের এক যুবককে খুঁজছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) রাতে রবিউল ছবিগুলো তার ফেসবুকে শেয়ার করেন।
অভিযুক্ত রবিউল আওয়াল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া-মুন্সিহাজির টোলার সদর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ইসলামপুরের এক যুবক তার নিজস্ব ফেসবুক আইডিতে দেশীয় অস্ত্রের ছবি শেয়ার করেছেন। ছবিগুলো পুলিশের নজরে আসায় তা খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।
তদন্তে ওই যুবকের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা থাকলে তাকে আটক করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।