বান্দরবানে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়ি জব্দ, গ্রেপ্তার ৪
বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের স্থানীয় শাখায় ডাকাতির ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ করেছে পুলিশ। সেইসঙ্গে ওই গাড়ির চালক ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, কেএনএফ সদস্য ভানুনুন নুয়ান বম, জেমিনিউ বম, আমে লানচেও বম।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে থানচির টিএন্ডটি পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বান্দরবান সদরের রেইচা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বাকি কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করা হয়