• সদ্যপ্রাপ্ত সংবাদ

    এসআই সেজে বিয়ে শ্বশুরবাড়ি এসে ধরা

     

    ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থেকে ভুয়া উপ-পরিদর্শক (এসআই) কে আটক করা হয়েছে রবিবার ৪ ফেব্রুয়ারী ভোরে উপজেলার কবীর ভুলসোমা এলাকা  থেকে তাকে আটক করে ইশ্বরগঞ্জ থানা পুলিশ। জানা গেছে মুবাইলের পরিচয়ের সূত্র ধরে প্রেম হয় তারপর প্রেমিকার বাড়িতে এসে পুলিশের এসআই পরিচয় দিয়ে বিয়ে করে অবস্থান করছিলেন মনির খান নামে ওই ভুয়া পুলিশ।  এসময় নিজের পরিচয় দিতে গিয়ে এসআইয়ের ভিজিটিং কার্ড ও পুলিশের পরিচয় পত্র দেখান। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে খবর দেয়া হয় ঈশ্বরগঞ্জ থানায়। পরে থানার এসআই ওমর ফারুক এসে সব কিছু যাচাই বাছাই করে ভুয়া এসআই হিসেবে মনির কে আটক করেন।
    প্রকাশিত মঙ্গলবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩