• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সারা পৃথিবী বাংলাদেশের ভোটের দিকে তাকিয়ে আছে: পররাষ্ট্রমন্ত্রী

     


    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট–১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, পুরো পৃথিবীর মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে নিজের শেষ নির্বাচনী জনসভায় এ কথা বলেন মন্ত্রী।আব্দুল মোমেন বলেন, ‘এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার বিজয়ী হতে না পারলে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে। জ্বালাও–পোড়াও অবস্থা তৈরি হবে। আর নির্বাচন সুষ্ঠু করতে পারলে আবার সরকার গঠন করা সম্ভব হবে। এতে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে দেশের ৪২ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে ছিল। বর্তমান সরকারের সময়ে ৪ কোটি লোক দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠেছে।’এসময় মন্ত্রী আরও বলেন, ‘জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হলে সিলেটের আমূল পরিবর্তন করা হবে। ঢাকা–সিলেট ৬ লেনের কাজ দ্রুত শেষ করা হবে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে যাতে স্বল্প সময়ে সিলেট থেকে ঢাকা যাতায়াত করা যায়।’পাশাপাশি সিলেটকে একটি শিল্প নগরী হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন নৌকার এই প্রার্থী।৭ তারিখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্যও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ড. মোমেন।স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সিলেট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে সিলেট–১ আসনের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে এসে যোগ দেন। এসময় তাঁরা ড. মোমেন ও নৌকা প্রতীকের সমর্থনে নানা স্লোগানে সমাবেশস্থল মুখরিত করেন।

    প্রকাশিত বৃহস্পতিবার ০৪ জানুয়ারি ২০২৩