নৌকার মিছিলে এসে মৃত্যু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মিছিলে এসে ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম (৬৫) মারা গেছেন। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মিছিল শুরু হওয়ার সাথে সাথে নৌকা বলে শ্লোগান দিয়েই হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন নুরুল ইসলাম। পরে তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানান চিকিৎসক। নুরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনে নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোদ্ধা, পরীক্ষিত ও নিবেদিত ব্যক্তি ছিলেন নুরুল ইসলাম। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ শোকাহত। তার শূন্যস্থান অপূরণীয়।
প্রকাশিত সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩