• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বিএনপি নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি কম হতে পারে: বাণিজ্যমন্ত্রী

     

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবিবিএনপি নির্বাচনে না আসার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবুও আগামী সংসদ নির্বাচনে উৎসাহব্যঞ্জক ও প্রতিযোগিতামূলক সুষ্ঠু ভোট হবে বলে মনে করেন তিনি। মন্ত্রী বুধবার সন্ধ্যায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া টিপু মুনশি এর আগে ভোটের কার্যক্রম নিয়ে নেতকর্মীদের সঙ্গে মতবিনিময় করার জন্য ঢাকা থেকে রংপুরে আসেন।নিজের নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থীকে দুর্বল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে জাতীয় পার্টি মাঠে থাকলে নেতা–কর্মীরা উৎসবমুখর পরিবেশে কাজ করতে পারবে। তা নাহলে নেতা–কর্মীদের মন ভেঙে যাবে।‘এসময় মন্ত্রীর সঙ্গে পীরগাছা-কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার তিনি নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।একাদশ সংসদ নির্বাচনে ৬০ হাজার টাকার স্বর্ণালংকার দেখানো হলেও এবার তা শূন্য দেখানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।টিপু মুনশি গত নির্বাচনে নিজ নামে নগদ কোনো টাকা না দেখালেও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের হলফনামায় নগদ অর্থের পরিমাণ ২ কোটি ৯০ হাজার ২৩৬ টাকা উল্লেখ করেছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টিপু মুনশির চাকরি খাতে আয় দেখানো হয়েছিল ২ লাখ ৪০ হাজার টাকা। এবারে চাকরি বাবদ আয় দেখানো হয়েছে ৫০ লাখ ৮৮ হাজার টাকা। ব্যবসায় দেখানো হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৬৭৯ টাকা।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রীর নামে বন্ড, স্টক এক্সচেঞ্জ দেখানো হয়েছিল ৪ কোটি লাখ ৫১ হাজার ৬১ হাজার টাকা। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তা কমে বন্ড এক্সচেঞ্জ ইত্যাদিতে রয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। বাস-ট্রাক ইত্যাদিতে আয় দেখানো হয়েছে এক কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৮০ টাকা।একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষি জমি দেখানো না হলেও এবারে কৃষি জমি রয়েছে ৫৯ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার। তাঁর আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে ২৭ লাখ ২২ হাজার ১০০ টাকার। এছাড়া আসবাবপত্র দেখানো হয়েছে ৪০ হাজার টাকার। 
    প্রকাশিত বুুুধবার ০৬ ডিসেম্বর ২০২৩