• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জামিন নামঞ্জুর, মির্জা ফখরুল কারাগারে 

     


    প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার দুটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত রোববার রাতে এ আদেশ দেন।


    রমনা থানার এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলকে আদালতে আনা হয়। এ সময় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ন কবীর খান। অন্যদিকে মির্জা ফখরুলের আইনজীবীরা করেন জামিন আবেদন।

    এর আগে রোববার সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।



      প্রকাশিত রবিবার ৩ ডিসেম্বর ২০২৩