• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ঘূর্ণিঝড় মিগজাউম: পানির তোড়ে রাস্তা ‘গায়েব’, আছড়ে পড়ল খুঁটি

     

    ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে ডু্বে গেছে চেন্নাইয়ের রাস্তা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কিছু জায়গায় পানির তোড়ে মাঝখান থেকে দেবে গেছে রাস্তা। কোথাও পানির কারণে রাস্তার দেখাই মিলছে না। এমনকি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিও আছড়ে পড়েছে।ভারতীয় আরেক সংবাদমাধ্যম দ্য নিউজ মিনিট বলছে, সোমবার চেন্নাইয়ের ক্যাথেড্রাল রোডের কস্তুরি রঙ্গন স্ট্রিটের একটি জায়গায় একটি বিরাট ‘সিংকহোল’ (গর্ত) দেখা দেয়। এ কারণে বন্ধ রাখা হয় ওই রাস্তা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মাঝখান থেকে দেবে গেছে রাস্তা। এর মধ্যেই সেখানে আছড়ে পড়ে একটি বৈদ্যুতিক খুঁটি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বেশ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। 
    সংবাদমাধ্যম দ্য নিউজ মিনিট বলছে, একটি চক্ষু হাসপাতাল ও মন্দিরেও বিরাট গর্ত হয়ে গেছে। এসব গর্ত আরও বড় হতে পারে। রাস্তা থেকে মানুষকে সরে যেতে বলা হয়েছে।চেন্নাইয়ে অত্যধিক বৃষ্টির কারণে রাস্তা পানিতে ডুবে গেছে। এতে রাস্তায় থাকা গাড়িগুলো এক এক করে পানিতে ভেসে যাচ্ছে। এসব গাড়ি আটকে রাখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গাড়ি ভেসে যাওয়ার একাধিক ভিডিও।মঙ্গলবার দুপুরের মধ্যে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। এর প্রভাবে সোমবার সকাল থেকেই দুই রাজ্যে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া। তামিলনাড়ুর মীনামবাক্কামে ১৯৬ মিলিমিটার এবং নুঙ্গামবাক্কামে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজ্যের চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম এবং কুড্ডালো ও তিরুভাল্লুর জেলায় বৃষ্টি শুরু হয়েছে।

    প্রকাশিত রবিবার ৪ ডিসেম্বর ২০২৩