এক নারীর দুই জরায়ু, দুদিনে দুই সন্তান জন্ম!
মার্কিন এক নারীর দেহে দুটি জরায়ু রয়েছে। সেই দুই জরায়ুতে দুটি সন্তান ধারণ করেছেন তিনি। সম্প্রতি সেই সন্তান দুটি জন্মগ্রহণ করেছে। তবে একসঙ্গে নয়, এক শিশু জন্মের একদিন পর আরেক শিশুর জন্ম। তবে, আলাদা জন্ম নিয়েও যমজ হিসেবেই পরিচিতি পাবে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে ইউনিভার্সিটি অব অ্যালাবামা (ইউএবি) হাসপাতালে গত মঙ্গলবার ও বুধবার এই ঘটনা ঘটে। মা ও দুই সন্তান সুস্থ আছে। চিকিৎসকেরা বলছেন, ১০ লাখ নারীর মধ্যে একজন নারীর দেহে এমন থাকতে পারে। এটি একটি বিরল ঘটনা।এই দুই সন্তান জন্মানোর জন্য টানা ২০ ঘণ্টা চেষ্টা করেছেন চিকিৎসকেরা। গত মঙ্গলবার ৩২ বছর বয়সী নারী কেলসেই হ্যাচার ওই হাসপাতালে এক মেয়েশিশুর জন্ম দেন। পরদিন আরেকটি মেয়েশিশুর জন্ম দেন তিনি। সামাজিক মাধ্যমে এই ঘটনা শেয়ার করেছেন হ্যাচার। বিজ্ঞানের ভাষায় ওই দুই সন্তানকে বলা হবে ‘ফ্র্যাটার্নাল টুইনস’। এরা যমজ হলেও একদিনে জন্মদিন পালন করবে না। দেহে দুটি জরায়ু রয়েছে—১৭ বছর বয়সে থাকতে প্রথম এই তথ্য জানতে পারেন কেলসেই হ্যাচার। একে বলা হয় ইউটেরাস ডাইডেলফিস। বিশ্বের মাত্র দশমিক ৩ শতাংশ নারীদের দেহে এমন দেখা যায়। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের চিকিৎসকেরা এমন ধরনের আরও একটি ঘটনা জানিয়েছিলেন।এর আগে তিন সন্তানের জন্ম দিয়েছেন কেলসেই হ্যাচার। এবারও একটি সন্তান জন্ম হবে বলেই মনে করেছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারেন দুই জরায়ুতে দুই সন্তান। তাঁর ভাষ্যমতে, ‘আমি এখনো বিশ্বাসই করতে পারছি না।’
প্রকাশিত শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩