• সদ্যপ্রাপ্ত সংবাদ

    এক ছাতার নিচে সব সেবা দিতে, পার্কভিউতে চালু হলো ক্যাথ ল্যাব সার্ভিস

     

    সব ধরনের সেবা এক ছাতার নিচে দিতে, পার্কভিউ হসপিটালে উদ্ভোধন করা হলো ক্যাথ ল্যাব সার্ভিস।

    আজ ২৩ শে নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পার্কভিউ হসপিটালে চালু করা হলো আধুনিক প্রযুক্তির ক্যাথ ল্যাব সার্ভিস। 

    এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়, কেক কাটার মধ্যে দিয়ে ক্যাথ ল্যাবের উদ্ভোধন করেন র্পাকভউি হসপটিালরে ব্যবস্থাপনা পরচিালক ডা: এ.টি.এম. রজোউল করমি। 

    আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ  ডাঃ এ কে এম মনজুর মোরশেদ, ডা: আবু তারেক ইকবাল , ডা: এম এম আলম সাদী, ডা: আ. ই. ম. ন জাহাঙ্গীর সেলিম, ডা: সালমা নাহিদ, ডা: সফিউল আলম, ডাঃ রাজীব ঘোষ, ডা: সাইফুল ইসলাম টিপু চেীধুরী, ডা: ইকবাল মাহমুদ, ডা: এ এম শওকত আকবর, ডা: হাফেজ মু মুজিবুল হক, ডাঃ মো: শওকত হোসেন, ডাঃ খোরশেদ আলম, ওঈট ও ঈঈট এর ডাক্তারগন,  হসপিটালের ডিউটি ডাক্তারগন, র্পাকভউি হসপটিালরে ডরিক্টের (কম্প্লায়ন্সে) ডা: সালাহউদ্দনি এম. এ. এইচ. চৌধুরী, মডেকিলে ডরিক্টের (ল্যাব র্সাভসি) ডাঃ আহামদ রহমি, ল্যাব ডিরেক্টর ডা: মাহবুবর রহমান চেীধুরি র্পাকভউি হসপটিালরে জনোরলে ম্যানজোর জনাব তালুকদার জযি়াউর রহমান শরীফ, ডি জি এম জনাব মোঃ হুমায়ুন কবরি, মাকেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, সহ অন্যান্য র্ঊধ্বতন র্কমর্কতা ও র্কমচারীবৃন্দ ।

    প্রকাশিত বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩