• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ১

     

    রাজধানীর আসাদ গেটে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় মামুন নামে একজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (২২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে মোহাম্মাদপুর সেন্ট যোসেফ স্কুলের সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার তাকে আটক করেন।বিষয়টি  নিশ্চিত করেছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

    তিনি বলেন, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে ফেরার পথে মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় দেখতে পান আসাদ গেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে প্রজাপ্রতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় তিনি তাকে দৌড়ে ধরে ফেলেন।

    মামুনকে আটক করার পর তাকে বক্সে নিয়ে আসেন সার্জেন্ট পলাশ। পরবর্তীতে তেজগাঁও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের সময় নাশকতার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে নাশকতায় জড়িত মামুনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রকাশিত বুধবার ২২ নভেম্বর ২০২৩