পার্কভিউ হসপিটালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ও বর্ণাঢ্য র্যালী সম্পন্ন
গত ১৪ই নভেম্বর মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হসপিটালের একটি বর্ণাঢ্য র্যালী ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । এইবারের প্রতি পাদ্য ছিল ’ঝুঁকি এবং জটিলতা জানুন, উপযুক্ত সাড়া দিন ’ অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ জনাব ডাক্তার রফিক উদ্দিনের নেতৃত্বে র্যালীর আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোঃ ছগির, ডায়াবেটিস বিশেষজ্ঞ জনাব ডাক্তার সালাউদ্দিন এম এইচ চেীধুরী , পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব হুমায়ুন কবির, হেড অফ অপারেশন নায়েমুর রহমান ,মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন পার্কভিউর অন্যান্য ডাক্তার,নার্স এবং অন্যান্য কর্মচারীবৃন্দ। র্যালিটি পার্কভিউ থেকে শুরু হয়ে মুরাদপুর পর্যন্ত যেয়ে পুনরায় পার্কভিউ তে ফিরে আসে ,এরপর ডাক্তারদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা |স্বাস্থ্য সুস্থ রাখতে হলে প্রতি মাসে একবার হলেও ডায়াবেটিস পরিক্ষা করুন
প্রকাশিত বুধবার ১৫ নভেম্বর ২০২৩