একই মোবাইলে ২টি হোয়াইটঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রতি মিনিটে কয়েকশ কোটি বার্তা আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হয়তো ব্যবহার করছেন ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে। যেভাবেই ব্যবহার করুন না কেন ভয়েস মেসেজ, মেসেজ রিঅ্যাকশনসহ বিভিন্ন ইমোজি এর ব্যবহার করেছে আরও জনপ্রিয়।তবে অনেকেরই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতের হয়। এর জন্য অনেকগুলো ডিভাইসের দরকার হবে না। একই ফোনে দুই কিংবা ৪টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন। অনেকদিন আগেই মেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে।বিজ্ঞাপনএই ফিচার যারা ডুয়াল সিম ব্যবহার করেন তাদের জন্য খুবই উপকারী হবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের অ্যাপ বিটা ভার্সন ২.২৩.২১.১২-এ উপলব্ধ। খুব শিগগির সব ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। চলুন জেনে নিন কীভাবে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।>> তিনটি বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে তারপর সেটিংসে প্রেস করুন।বিজ্ঞাপন>> প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তিরটিতে ক্লিক করে এগিয়ে যান।>> এরপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আরেকটি মোবাইল নম্বর যোগ করুন।জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।>> নম্বরটি যাচাই করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে এবং একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্বিতীয় নম্বরটির ব্যবহার শুরু করা যাবে।
প্রকাশিত রবিবার ২২ অক্টোবর ২০২৩
প্রকাশিত রবিবার ২২ অক্টোবর ২০২৩