• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বুরো বাংলাদেশে ৫ পদে চাকরি, আবেদন শেষ ৩১ অক্টোবর

     

    চাকরির বিজ্ঞপ্তি বুরো বাংলাদেশে ৫ পদে চাকরি, বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ নিম্নে উল্লেখিত ৫ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।প্রতিষ্ঠানের নাম: বুরো বাংলাদেশপদসংখ্যা: ০৫১. পদের নাম: সহকারী শেফশিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে “প্রফেশনাল শেফ কোর্স/ফুড প্রিপারেশন অ্যান্ড কুলিনারি শেফ কোর্স”-এ ডিপ্লোমা (অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিথিলযোগ্য)অভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ৫ বছর কাজের অভিজ্ঞতাবয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছরবেতন: ১৮,০০০ টাকা (প্রতি মাসে)২. পদের নাম: ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েটশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ ডিপ্লোমা/ যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রিঅভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ২ বছর কাজের অভিজ্ঞতাবয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর বেতন: ১৫,০০০ টাকা (প্রতি মাসে)৩. পদের নাম: অ্যাটেনডেন্ট-পাবলিক এরিয়া/ সুইমিংপুলশিক্ষাগত যোগ্যতা: এসএসসিঅভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ২ বছর কাজের অভিজ্ঞতাবয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরবেতন: ১৪,০০০ টাকা (প্রতি মাসে)৪. পদের নাম: অ্যাসোসিয়েট-গেস্ট সার্ভিসশিক্ষাগত যোগ্যতা: এসএসসিঅভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ২ বছর কাজের অভিজ্ঞতাবয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরবেতন: ১৪,০০০ টাকা (প্রতি মাসে)৫. পদের নাম: ডিশ ওয়াশারশিক্ষাগত যোগ্যতা: এসএসসিঅভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ২ বছর কাজের অভিজ্ঞতাবয়সসীমা: ৩৫ বছরচাকরির ধরন: চুক্তিভিত্তিক (ফুল টাইম)। কর্মদক্ষতা ও কাজের সন্তোষজনক মূল্যায়য়ের ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণের সুযোগ রয়েছে।অন্যান্য সুবিধা: বার্ষিক তিনটি উৎসব বোনাস দেওয়া হবে। প্রধান দুটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ। এ ছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে।আবেদনের শেষ দিন: ৩১ অক্টোবর, ২০২৩
    প্রকাশিত রবিবার ২২ অক্টোবর ২০২৩