আওয়ামী লীগ থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান ঘিরে বিভ্রান্তি
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগ থেকে ১৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করাকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এতে কিছুটা সমালোচনায় পড়েছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান। জানা গেছে, শনিবার (২১ অক্টোবর) বিকালে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন রোটারিয়ান এম নাজমুল হাসান। এ অনুষ্ঠানে উপজেলার আশুজিয়া ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওর্য়াডের ১৫ জন আওমী লীগের সমর্থক বিএনপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান। এ সময় যোগগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।মূলত জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন রায়হানের অনুরোধে তাদের বিএনপিতে যোগদান করানো হয়েছে। আর যারা যোগদান করেছেন তাদের কাউকেই ব্যক্তিগতভাবে না চিনলেও আশুজিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নূরুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া অন্যরা আ’লীগের সদস্য ও সমর্থক ছিলেন বলে দাবি করেন তিনি।তবে আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া জানান, যাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন, তারা কেউ আওয়ামী লীগের সদস্য বা সমর্থক ছিল না। বিএনপি নিজেদের লোকদের আওয়ামী লীগ সাজিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের নাটক সাজিয়েছে।
প্রকাশিত সোমবার ২৩ অক্টোবর ২০২৩
প্রকাশিত সোমবার ২৩ অক্টোবর ২০২৩