আমিন কলোনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১'শ চল্লিশ পরিবাররকে ত্রাণ দিলেন-মেয়র
নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ আমিন কলোনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলীকে সাথে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আমিন কলোনী পরিদর্শন করেন।সে সময় মেয়র বলেন, অগ্নিকাÐ একটি দুর্ঘটনা। আমাদের সচেতনতার অভাবে এধরণের দূর্ঘটনা সংগঠিত হয়। আমরা সচেতন হলে এসব দূর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়। তিনি ক্ষতিগ্রস্থদের ১শত ৪০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউলসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থদের বিপদে হতাশ না হয়ে ধৈর্য্য ধরার আহান জানান।এসময় সিটি মেয়রের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এম.ইলিয়াছ সরকার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৩