• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ভাই বন্ধু মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন

     


    নগরীর আকবর শাহ থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কোয়ার্ড পি ব্লক স্কুল মাঠে ভাই বন্ধু মিনিবার ফূটবল টুর্ণামেন্টের উদ্ভোধন করা হয়েছে।


    গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঝলকালো আয়োজনে এই টুর্ণামের আয়োজন করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম। টুর্ণামেন্টের উদ্ভোধনী সূচনা করে কাউন্সিলর জসিম বলেন , বর্তমানে যুবসমাজ মোবাইল ফেইসবুক ভিডিও গেইম খেলাই আসক্ত, যুবসমাজকে এসব আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই, যারা এই টুর্ণামেন্ট আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই, এভাবে খেলাধুলার আয়োজন করলে যুবসমাজ মোবাইল আসক্তি থেকে বের হয়ে খেলাধুলার দিকে মনযোগী হবে।

    অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এ ইউনিট আওয়ামীলীগের সভাপতি হেকিম খন্দকার মোহাম্মদ হোসেন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন আরজু,সেচ্ছাসেবক লীগ নেতা আবু নোমান নাহিদ, মহানগর যুবলীগ নেতা আনিচ চৌধুরী রাজন, যুবলীগ নেতা আবু সুফিয়ান মাহমুদ, আব্দুল মান্নান, মো. হাসান প্রমূখ। 
    টুর্ণামেন্টে মোট ২৬ টি দল অংশগ্রহণ করে।
    প্রকাশিত শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩