৩ দিন ধরে নিখোঁজ ইউপি সদস্য
৩ দিন ধরে নিখোঁজ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজাদ (৪০)। গত সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চরপাথরঘাটা এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পরিবারের।
মো. আজাদ একই ইউনিয়নের মরহুম আব্দুর সবুরের ছেলে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কর্ণফুলী থানায় একটি নিখোঁজ জিডি করেছেন নিখোঁজের স্ত্রী ইয়াছমিন আক্তার ।
যার জিডি নম্বর-২৩৩/২৩।
জিডিতে উল্লেখ করা হয়, গত সোমবার মো. আজাদ নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়িতে পরিনি। আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করা হলেও সন্ধান পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ইউপি সদস্য মো. আজাদ নিখোঁজের ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় তার স্ত্রী নিখোঁজ জিডি করেছেন। নিখোঁজ ব্যক্তির উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রকাশিত বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩