• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা

     

    রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ৫ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি। এখনও মার্কেট থেকে কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এতে সহযোগিতা করছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা।


    বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সর্বশেষ সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।



    এদিকে ভোরেই আগুন লাগার খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। তারা আগুনের মধ্য থেকে নিজের সম্পদ রক্ষায় আপ্রাণ চেষ্টা করছেন। কেউ বলছেন, আগুনের ঘটনায় পুরোপুরি নিঃস্ব। কেউবা আহাজারি করছেন মার্কেটের বাইরে।


    সরেজমিনে দেখা যায়, মার্কেট থেকে কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছে। মার্কেটের ভেতরে ও আশেপাশে ব্যবসায়ীসহ স্থানীয়রা ভিড় করে আছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেককে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকতে দেখা যায়।

    জানা গেছে, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে যোগ দেয় আরও দুটি ইউনিট। এরপর আরও তিনটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ যোগ দেয় আরও ৪টি ইউনিট।

    আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রধান উপকরণ পানির উৎসের সঙ্কট থাকায় এ মার্কেটের আগুন নেভাতে গিয়ে সমস্যার মুখে পড়ে ফায়ার সার্ভিস। পানির উৎস খুঁজতে গিয়ে আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়ে।

    সবশেষ জানা গেছে, মার্কেটের ডান পাশের অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে সেখান থেকে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এখন এ মার্কেটের বেশিরভাগ অংশ
    প্রকাশিত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩