• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ফের সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ, চবিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে

     

    পূর্ব শত্রুতার জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন।  

    শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় এ সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে।


    বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং সিক্সটি নাইন। এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল এবং রাতে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি।

    এতে অন্তত ৪ জন ছাত্রলীগ কর্মী আহত হন। এ ঘটনার জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে পক্ষ দুটি।
    প্রতিবেদনটি লেখা পর্যন্ত সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন। ঘটনাস্থলে পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত আছে
    প্রকাশিত শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩