• সদ্যপ্রাপ্ত সংবাদ

    আকবরশাহতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবক

     

    নগরের আকবরশাহ থানার শহীদ লেন এলাকায় আমড়া গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে অভিজিৎ সেন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


    নিহত অভিজিৎ হাটহাজারীর উত্তর মাদার্শার ডা. চন্দন সেনের ছেলে।
    বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ঘরের পাশের আমড়া গাছের ডাল কাটতে উছিলেন ওই যুবক।

    এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
    প্রকাশিত শনিবার ০২ সেপ্টেম্বর ২০২৩