হাটহাজারীতে ৮০০ রোগীকে ফ্রি চিকিৎসা দিলেন পার্কভিউ হসপিটাল
পার্কভিউ হসপিটালের সহযোগিতায় এবং খাজা গরীবে নেওয়াজ (র) সমবায় সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
আজ (১৪ আগস্ট) সোমবার,সারাদিন ব্যাপী হাটহাজারী ছালামত আলী খাঁন সরকারি প্রাথমিক
বিদ্যালয়,বাদামতল,খন্দকিয়া, ব্যতীক্রমধর্মী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা
হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে পার্কভিউ হসপিটালের মেডিসিন, শিশু, অর্থোপেডিক্স ও
চক্ষু বিশেষজ্ঞগণ প্রায় ৮০০ জন রোগীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য
ব্যক্তিবর্গ এ ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন। তারা পার্কভিউ হসপিটালের এমন
ব্যতীক্রমধর্মী মহতি চিকিৎসা সেবামূলক কার্যক্রমের প্রশংশা জানান এবং পাশাপাশি ভবিষ্যতেও
যেন পার্কভিউ হসপিটাল এমন মানবিক কার্যক্রম এগিয়ে আসে সেই আহবান জানান।
পার্কভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: ফরহাদ, ডায়াবেটিস ও মেডিসিন
বিশেষজ্ঞ ডা: সালাউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: আহমেদ
রহিম, শিশু কনসালটেন্ট ডা: তানকিয়া চৌধুরী এবং ডা: এম. ওয়াই.এফ. পারভেজ অত্র এলাকার
রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এছাড়াও এই ফ্রি মেডিকেল ক্যাম্পে খতনা, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় সহ চোখের রোগীদের ফ্রি চেক-
আপ করা হয়।
খাজা গরীবে নেওয়াজ সমবায় সমিতির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সেক্রেটারি জনাব মো:
ফরহাদ, অর্থ সম্পাদক মো: শাহজাহান, সহ অর্থ সম্পাদক মো: শাহেদ, উপদেষ্টা
মনসুর মুন্না, মো: বেলাল, প্রবাসী মো: মামুন।
৯নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল করিম নয়ন, মহিলা কাউন্সিলর মায়মুনা খাতুন মুন্নী,
সাবেক কাউন্সিলর মো: মাসুদ উপস্থিত ছিলেন।
এসময় অন্যন্যদের মাঝে পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ নিজাম উদ্দিন, এক্সিকিউটিভ আবদুস সোবহান, আবদুর রাজ্জাক, মশিউর রহমান,মার্কেটিং সালমান বিন ফারুক উপস্থিত ছিলেন।
প্রকাশিত সোমবার ১৪ আগস্ট ২০২৩