• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বন্যায় দক্ষিণ চট্টগ্রামে পার্কভিউ হসপিটাল এর ত্রাণ বিতরণ কার্যক্রম

     

    স্মরণকালের ভয়াবহ বন্যায় চকরিয়া ও সাতকানিয়া উপজেলার অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।
    এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পার্কভিউ হসপিটাল।

    পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে দুই উপজেলায় বন্যায় দুর্দশাগ্রস্থ প্রায় ২৫০০ মানুষের মাঝে
    নগদ অর্থ, রান্না করা খাবার, খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
    চকরিয়া উপজেলায় পার্কভিউ হসপিটালের চকরিয়া প্রজেক্টের কো-অর্ডিনেটর জনাব সিরাজুল করিম
    বিপ্লবের সভাপতিত্বে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া- পেকুয়ার মাননীয় সাংসদ
    জনাব জাফর আলম বি.এ (অনার্স), এম এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌর
    আওয়ামী লীগের সভাপতি জনাব জাহিদুল ইসলাম লিটু,সাধারণ সম্পাদক জনাব আলমগীর চৌধুরী,
    কমিশনার জনাব বশিরুল আয়ুব,কমিশনার জনাব রেজাউল করিম,আলহাজ্ব আহমেদ রেজা,কমিশনার  হুমায়ুন প্রমুখ।

     উপজেলার পহর চাঁদা ইউনিয়ন ,বড়ইতলী, সরোজপুর মানিকপুর ইউনিয়ন ও
    পৌরসভার ১,২, ৩, ৬,৭, ৮ ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়।

    সাতকানিয়া উপজেলায় পার্কভিউ হসপিটালের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জনাব
    আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বোয়ালিয়া পাড়া, ইছামতী, মুন্সি পাড়া, কামারের ভাঙা, সিটোয়া
    পাড়া, সাম চৌধুরী পাড়াতে এই ত্রান বিতরন করা হয়।

    ত্রান বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জনাব
    জাহেদুল ইসলাম, পার্কভিউ হসপিটালের সিনিয়র অফিসার জনাব নেজামউদ্দিন পাটোয়ারী, জনাব
    আবদুস সোবহান, জনাব জহিরুল ইসলাম, বিজনেস ডেভলপমেন্ট অফিসার জনাব দিদারুল আলম
    অনিক,জনাব আবদুর রাজ্জাক, মার্কেটিং অফিসার জনাব মশিউর রহমান,মার্কেটিং অফিসার জনাব
    সালমান বিন ফারুক।

    প্রকাশিত রবিবার ১৩ আগস্ট ২০২৩