নিউট্রিশন বিষয়ক প্রশিক্ষন শেষে সনদ বিতরন করলো পার্ক ভিউ হাসপাতাল
গতকাল ১৬ই আগষ্ট দুপুরে পার্ক ভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে এক মাসের প্রশিক্ষন শেষে ফুড এন্ড নিউট্রিশনের ওপরসনদ বিতরন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাঃ এ.টি.এম রেজাউল করিম।এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে-বলেন পেশাগত কাজে সৎ থাকার। যেকোনো কাজে সততার কোনো বিকল্প নাই। অর্থেরপিছনে না ঘুরে কাজে মনোযোগী হবার পরামর্শ দেন, তিনি বলেন- কাজে দক্ষতা অর্জন করলে অর্থই আপনাকে খুজে নিবে।প্রশিক্ষন প্রদান করেন- চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি। তিনি পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপক সহকমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন সময়োপযুগী সিদ্ধান্ত নেয়ায়। সুষম খাদ্যে ব্যবস্থাপনাই পারে ”অনেক” রোগ প্রতিরোধকরতে। আবার অনেক রোগ নিয়ন্ত্রন করতে।তাই সঠিক খাদ্য ব্যবস্থা জানবার জন্য অবশ্যই পুষ্টিবিদের শরনাপন্ন হতে হবে। খাদ্যে অনিয়মের জন্যই ওবেসিটি ফ্যাটি লিভারসহ অনেক রোগ বেড়ে গেছে।এসময় ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন গভঃ কলেজ অব এপ্য্যলাইড হিউম্যান সায়েন্স (ঢা.বি.) এর নাহিদ মুশরেফানিঝুম।
পার্ক ভিউ হাসপাতালের ডাইরেক্টর (কমপ্লায়েন্স) ডাঃ সালাউদ্দিন এম.এ.এইচ চৌঃ এবং মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস)ডাঃ আহম্মেদ রহিম উপস্থিত ছিলেন।
প্রকাশিত শনিবার ১৯ আগস্ট ২০২৩
গতকাল ১৬ই আগষ্ট দুপুরে পার্ক ভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে এক মাসের প্রশিক্ষন শেষে ফুড এন্ড নিউট্রিশনের ওপর
সনদ বিতরন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাঃ এ.টি.এম রেজাউল করিম।
এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে-বলেন পেশাগত কাজে সৎ থাকার। যেকোনো কাজে সততার কোনো বিকল্প নাই। অর্থের
পিছনে না ঘুরে কাজে মনোযোগী হবার পরামর্শ দেন, তিনি বলেন- কাজে দক্ষতা অর্জন করলে অর্থই আপনাকে খুজে নিবে।
প্রশিক্ষন প্রদান করেন- চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি। তিনি পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপক সহ
কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন সময়োপযুগী সিদ্ধান্ত নেয়ায়। সুষম খাদ্যে ব্যবস্থাপনাই পারে ”অনেক” রোগ প্রতিরোধ
করতে। আবার অনেক রোগ নিয়ন্ত্রন করতে।
তাই সঠিক খাদ্য ব্যবস্থা জানবার জন্য অবশ্যই পুষ্টিবিদের শরনাপন্ন হতে হবে। খাদ্যে অনিয়মের জন্যই ওবেসিটি ফ্যাটি লিভার
সহ অনেক রোগ বেড়ে গেছে।
এসময় ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন গভঃ কলেজ অব এপ্য্যলাইড হিউম্যান সায়েন্স (ঢা.বি.) এর নাহিদ মুশরেফা
নিঝুম।
পার্ক ভিউ হাসপাতালের ডাইরেক্টর (কমপ্লায়েন্স) ডাঃ সালাউদ্দিন এম.এ.এইচ চৌঃ এবং মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস)
ডাঃ আহম্মেদ রহিম উপস্থিত ছিলেন।
প্রকাশিত শনিবার ১৯ আগস্ট ২০২৩