ওয়ার্ড ভিত্তিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা সম্পন্ন
ওয়ার্ড পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ, ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে ১০ নং ওয়ার্ড মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে ৯ নং ওয়ার্ড শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালইয়ের মেয়েরা, ১০ ওয়ার্ড আওতাধীন মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে।
আজ রবিবার (২৩ জুলাই) ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড ভিত্তিক এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাড্ডা হাড্ডি লড়াইয়ে ৯ নং ওয়ার্ড আওতাধীন শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করেন ১০ নং ওয়ার্ড আওতাধীন মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ জুহুরুল আলম জসিম। এসময় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মঞ্জু বলেন বলেন, সাকিব আল হাসান , তামিম ইকবালরা তুমাদের মত প্রাইমারি স্কুল থেকে এসে আজ তারা দেশের নাম করা তারকা, তুমরাও একদিন অনেক নাম করবে সেই কামনা করি, বিষেশ অতিথির বক্তব্যে কাউন্সিলর জসিম বলেন ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টূর্ণামেন্ট শুরু করেন প্রয়াত নেতা সাবেক শিক্ষা মন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ আফছারুল আমীন, তারই ধারাবাহীকতায় প্রতি বছর এই টূর্ণামেন্ট আয়োজন করা হয়। আগামী বছর যেন আরো জমকালো আয়োজনে এই টূর্নামেন্ট করা যায় আমি সব ধরনের সহযোগীতা করবো, তিনি আর বলেন বর্তমান সময়ে কোমলমতি শিক্ষার্থীরা মোবাইল ফোনে আশক্ত হয়ে যাচ্ছে তাদের মোবাইল আশক্তি থেকে ফিরিয়ে আনতে খেলাদুলার কোন বিকল্প নেই, এই ক্ষেত্রে শিক্ষক ও অবিভাকদের আরো সজাগ হতে হবে।
এসময় অন্যনদের মাঝে উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান, মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সাবিনা ইয়াসমিন, ন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিল্পপতি সাজ্জাদ হোসেন চৌধুরী,শহিদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি শাহ মো. ইমরান, শহিদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধাব শিক্ষক, রুহুল আমীন, কোয়াড এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,কোয়াড পি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সানজিদা আফরিন, ফিরোজশাহ কলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক, কাজী সহানা সুলতানা প্রমূখ।
প্রকাশিত রবিবার ২৩ জুলাই ২০২৩