• সদ্যপ্রাপ্ত সংবাদ

    চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল ভুট্টো, সম্পাদক রিয়াজ

     

    চট্টগ্রাম উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু চট্টগ্রাম উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি করা হয়েছে মো. এরাদুল হক নিজামী ভুট্টোকে।

    সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাছির উদ্দিন রিয়াজ।
    এ সময় গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, দীর্ঘদিন পরে আমাদের উত্তর জেলা সম্মেলন হয়েছে। আমাদের নেতাকর্মীরা সম্মেলনকে সফল করেছেন। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী যারা হয়েছেন, তাদের যোগ্যতা অনুসারে কমিটিতে মূল্যায়ন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

    এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল। এতে ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছিল মো. এরাদুল হক নিজামী ভুট্টোকে।
    প্রকাশিত মঙ্গলবার ২৪ জুলাই ২০২৩