• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পার্কভিউ উদ্যোগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

      

    সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এ ডেঙ্গু প্রতিরোধে পার্কভিউ হসপিটাল
    পূর্বের ন্যায় পরিচ্ছন্নতা কার্যক্রম নতুনভাবে শুরু করেছে। 

    তারই ধারাবাহীকতায় ডেঙ্গু প্রতিরোধে পার্কভিউ হসপিটালের এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার, সকাল ৯ ঘটিকা হতে দিনব্যাপী পরিচালিত হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পুরো জায়গা জুড়ে ফগার মেশিন দ্বারা কীটনাশক স্প্রে করা হয়। পার্কভিউ হসপিটালের মার্কেটিং এন্ড ব্র্যান্ড ম্যানেজার জনাব মোঃ জাহেদুল ইসলাম, সিনিয়র অফিসার -(বিজনেস ডেভেলপমেন্ট) জনাব মোঃ নিজাম উদ্দিন, অফিসার- জনাব মোঃ মশিউর রহমান, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, জনাব মো: জহিরুল ইসলাম এবং হাউসকিপিং অফিসার জনাব মো:আরিফ এবং জনাব মোঃ সাইফুদ্দীন এর তত্ত্বাবধানে হাউসকিপিং টিম এ কার্যক্রম পরিচালনা করেন।

    এ কার্যক্রমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য
    ও প: প: কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফজলুল করিম, ডা: নার্গিস সুলতানা, ডা: মহুয়া মজুমদার, ডা:
    নাজিবুর রহমান খোকন, আর এম ও ডা: আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন ও অন্যান্য চিকিৎসকবৃন্দ।
    ডেঙ্গু প্রতিরোধে পার্কভিউ হসপিটালের এ সামাজিক কার্যক্রম চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও
    পরিচালিত হবে।

    প্রকাশিত বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩