• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ডেঙ্গু সিনড্রোম ব্যবস্থাপনা নিয়ে পার্কভিউ হসপিটালে ওয়ার্কশপ অনুষ্ঠিত



    সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ভয়াবহতা এবং এ থেকে পরিত্রাণ নিয়ে এক ওয়ার্কশপ পার্কভিউ হসপিটালের কনফারেন্স হলে অদ্য ১৮ জুলাই, মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ডা: সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন কনসালটেন্ট ডা: মো: রেজাউল করিম এবং চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা: এ.টি.এম. রেজাউল করিম। অনুষ্ঠানে কি নোট স্পিকার প্রবলেমস  ইন কেইস ম্যানেজমেন্ট, নিড টু নো,ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার,ন্যাচারাল কোর্সেস অফ ডেঙ্গু সিনড্রোম, ডেঙ্গু কেস ক্লাসিফিকেশন, পেশেন্ট গ্রুপ, কম্পেনসেটেড শক, এভিডেন্স অফ প্লাজমা লিকেজ, সিভিআর ব্লিডিং রিকগনেশন ইন সিচুয়েশন সহ আরো অন্যান্য ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    অনুষ্ঠানের চেয়ারপার্সন ডা: এ.টি.এম. রেজাউল করিম বলেন, "ডেঙ্গু এ মুহূর্তে  সারা বাংলাদেশের ভাইটাল ইস্যু। ডেঙ্গু ব্যবস্থাপনা অন্যান্য রোগ ব্যবস্থাপনা থেকে  আলাদা। তাই সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু ব্যবস্থাপনার ক্ষেত্রে  নলেজ আপগ্রেড করতে হবে। ডেঙ্গুতে যাতে কোন রোগীর জীবন বিপন্ন না হয় সেজন্য কোভিডের ন্যায় পার্কভিউ হসপিটালে শুধুমাত্র ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য  ডেঙ্গু ডেডিকেটেড ফ্লোর করা হয়েছে। "

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার হারুনুর রশিদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: আ.ই.ম.ন. জাহাঙ্গীর সেলিম, ডা: সাইফুল আলম সাজ্জাদ, এবং ফাইনান্স  ডাইরেক্টর ডা: মো: ইউসুফ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, এডমিন অফিসার জনাব সরফুদ্দিন আহমেদ, মার্কেটিং এক্সিকিউটিভ জনাব রাজ্জাক, জনাব সালমান প্রমুখ। 

    প্রকাশিত মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩