কৃষিমন্ত্রীর সাথে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সোমবার সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি উপস্থিত ছিলেন।
সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহিত প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল। এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বাংলাদেশের কৃষিখাতের সাম্প্রতিক সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, মোঃ শফিকুল ইসলাম, শাহীন আকতার রোজী , প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির।