এডভোকেট কামাল উদ্দিনের মৃত্যুতে সিটি মেয়রের শোক প্রকাশ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য, চট্টগ্রাম মহানগরের সাবেক পিপি ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট কামাল উদ্দিন আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার তিনি এক শোকবার্তায় বলেন, দশ ট্রাক অস্ত্র মামলায় সাহসের সাথে দায়িত্ব পালন করেন তিনি। তিনি আইনপেশার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সাহসীকতার প্রতীক হয়ে বেঁচে থাকবেন। কঠিন সময়ে স্থির সংকল্পে কাজ করে যাওয়ার যে চর্চা তিনি আমৃত্যু করেছেন তা তরুণ আওয়ামী লীগকর্মীদের পথ দেখাবে। মেয়র মরহুর কামাল উদ্দিন আহম্মদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান
প্রকাশিত বুধবার ০৫ জুলাই ২০২৩