চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১১
জেলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১১ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী।
বুধবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১১ জন।
এ নিয়ে চলতি মাসে ১ হাজার ৮৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২ জন।
এ ছাড়া ডেঙ্গুতে মো. ইমরান নামে এক শিশুর মৃত্যুর খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। গত ২৩ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি হয় ইমরান। পরের দিন ২৪ জুলাই মৃত্যু হয় তার। এবছর ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ১৪ জন।
ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি
প্রকাশিত বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩