• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ৪ কোটি ৯৪ লাখ টাকায় সংস্কার হলো দেওয়ান বাজারের সড়ক

     


    নগরীর ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডস্থ ছয়টি সড়কের উন্নয়নে চার কোটি ৯৪ লক্ষ টাকায় প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
    বুধবার মেয়রের উদ্বোধন করা এ প্রকল্পের আওতায় বলুয়ারদিঘী সড়ক , কোরবানীগঞ্জ সড়ক, সাব-এরিয়া ও ঘাটফরহাদ বেগ সড়ক, কাজেম আলী ও হাকিম আলী সড়ক, সিএন্ডবি কলোনী সড়ক এবং রুমঘাটা সড়কের ড্রেইনসহ উন্নয়ন করা হবে।
    প্রকল্প উদ্বোধনের পর মেয়র দেওয়ানবাজার ওয়ার্ড কার্যালয় পরিদর্শনে গেলে কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসণসহ বিভিন্ন সমস্যার সমাধানে পরিকল্পনা তুলে ধরলে মেয়র চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন।
    এসময় আরো উপস্থিত ছিলেন চসিককের সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, সাবেক নারী কাউন্সিলর আনজুমান আরা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

    প্রকাশিত বুধবার ২৬ জুলাই ২০২৩