• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বরগুনায় ভিটামিন-এ ক্যপসুল খাবে ১ লক্ষ ১৭ হাজার শিশু।

     


    মোঃ শাকিল আহমেদ, বামনা,বরগুনা প্রতিনিধি: বরগুনার ৬ উপজেলা ও একটি পৌরসভায় ছয় থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৭ হাজার ২০৮ শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

    বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বরগুনা সিভিল সার্জন মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

    রোববার (১৮ জুন) বরগুনায় অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

    ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বর্ণা তরুনিমা। জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহা. সালামত উল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডা. তৌহিদা আক্তার তপু, জেলা শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা মো. ফোরকান আহমেদ, প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাসসহ স্বাস্থ্য বিভাগ ও বরগুনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

    জেলা পুষ্টি কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ক্যাম্পেইন চলাকালে বরগুনায় একটি পৌরসভা ও ছয়টি উপজেলায় ৯১২টি কেন্দ্রে ৪৮৫ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৪১৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় ভিটামিন খাওয়ার উদ্যোগ নেওয়া হবে। ক্যাম্পেইনে যথাযথ স্বাস্থ্যবিধি ও সতর্কতা অনুসরণ করা হবে।


    প্রকাশিত বৃহস্পতিবার ১৫ জুন ২০২৩