• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পার্কভিউ হসপিটালে বৈজ্ঞানিক সেমিনার ও বিশেষায়িত শিশুরোগ বিভাগের উদ্বোধন।

     


    নগরীর পার্কভিউ হসপিটালের কনফারেন্স রুমে এক “বৈজ্ঞানিক সেমিনার ও বিশেষায়িত শিশুরোগ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে। কনফারেন্স হলে আজ (রবিবার ৪ জুন) পার্কভিউ হসপিটালের নবম তলায় সদ্য নির্মিত বিশেষায়িত শিশুরোগ বিভাগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বি এম এ) সভাপতি প্রফেসর ডাঃ মুজিবুল হক খান।

    ডাঃ তানজিলা তাবীব চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ.টি.এম. রেজাউল করিম। এ বৈজ্ঞানিক সেমিনারে প্যানেল অফ এক্সপার্টস হিসেবে ছিলেন প্রফেসর ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, প্রফেসর ডাঃ এ. কে. এম. রেজাউল করিম এবং প্রফেসর ডাঃ চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া।

    অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ফেরদৌস আরা- শিশু রোগ বিশেষজ্ঞ এবং ডাঃ মাসুদুর রহমান খান- নবজাতক বিশেষজ্ঞ। ডাঃ ফেরদৌস আরা শৈশব যক্ষা রোগের উপর প্রবন্ধ উপস্থাপন করেন, এর নির্ণয় ও চিকিৎসায় চ্যালেঞ্জ ও অগ্রগতির উপর আলোকপাত করেন। অন্যদিকে ডাঃ মাসুদুর রহমান খান ধমনী রক্তের গ্যাস বিশ্লেষণ (ABG) নিয়ে আলোচনা করেন। নবজাতকের যত্নে এর তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

     

    এ বর্ণাঢ্য প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের হসপিটাল ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, কমপ্লায়েন্স ডাইরেক্টর ডাঃ সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডাঃ আহামদ রহিম, এনআইসিইউ কনসালটেন্ট ডাঃ মোঃ সগীর, মার্কেটিং ম্যানেজার জনাব মোঃ জাহেদুল ইসলাম, এডমিন অফিসার জনাব সরফুদ্দিন আহমেদ, জনাব আব্দুল্লাহ আল হাসানাইন, ব্র্যান্ডিং সিনিয়র অফিসার জনাব মোঃ নিজাম উদ্দিন, অফিসার জনাব মোঃ আব্দুস সোবহান, জনাব দিদারুল ইসলাম অনিক, জনাব মোঃ মশিউর রহমান, জনাব মোঃ জহিরুল ইসলাম, জনাব মোঃ আব্দুর রাজ্জাক ও জনাব মোঃ সালমান বিন ফারুক প্রমুখ।
    প্রকাশিত রবিবার ০৪ জুন ২০২৩