পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকার পাহাড়তলী গার্লস স্কুল ওন্ড কলেজের নতুন ৭তম তালা ভবনের উদ্বোধন করা হয়েছে ।
আজ রবিবার (১৮ জুন) জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন, চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়তলী গার্লস স্কুল ওন্ড কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম।
উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও সম্মেলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাহাড়তলী গার্লস স্কুল ওন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ডাঃ সরওয়ার জাহান জুলি, এসময় আরো উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার মোর্শেদ কচি,যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুন, ডাঃ মেজবাহ উদ্দিন তুহি্ন,পাহাড়তলী গার্লস স্কুল ওন্ড কলেজের প্রধান শিক্ষক ফজলুল করিম, সহকারী শিক্ষক মোঃ ইমরান, অভিবাবক ওমর ফারুক,কামাল উদ্দিন মিয়া, মনোয়ারা বেগম,মোঃ ইব্রাহীম রানা, মোঃ শাহিন, সেলিম বাদশা প্রমুখ। এছাও স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিবাবক, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশিত রবিবার ১৮ জুন ২০২৩