• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জরিমানা দিয়ে ফের পাহাড় কাটছে আঃলীগ নেতা

     


    পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নীরবতার সুযোগে আকবর শাহ’য় ধাপে ধাপে চলছে পাহাড় কাটা। যেন দেখার কেউ নেই।

    পাহাড় কেটে ধ্বংস করছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে। সরেজমিন দেখা গেছে,নগরীর আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক সংল্গন ইমাম নগর এলাকায় স্থাপনা করার লক্ষ্যে পাহাড় কাটছে আকবর শাহ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, জানা গেছে গত বছর পাহাড় কাটার অপরাধে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা দেন এই আওয়ামী লীগ নেতা। অভিযোগ আছে দীর্ঘদিন ধরে ব্যক্তি মালিকানা ও সরকারি খাস দলিলের পাহাড় দখল করে কেটে প্লট বানিয়ে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এই বিষয়ে জানতে চাইলে শুরুতে অস্বীকার করলেও পরে আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ বলেন, আমি গত বছর পাহাড় কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা দিয়েছি, এখন পানির লাইন করতে কিছুটা পাহাড় কেটেছি।

    এবিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের ইন্সপেক্টর শাকাওয়াত হোসেন জানান, পাহাড় কাটার এলাকাটি পরিদর্শন করে সত্যতা পেয়েছি এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ করে , আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রকাশিত বৃহস্পতিবার ২২ জুন ২০২৩