• সদ্যপ্রাপ্ত সংবাদ

    কথিত টোয়েন্টিফোর টিভি, সিপ্লাস সহ অবৈধ পাঁচ অনলাইন টিভি বন্ধ,অফিস সিলগালা, মালামাল জব্দ

     

    অনুমোদনবিহীন টুয়েন্টিফোর টিভি এর অফিসে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ ভেজাল মশলা, ভেজাল ভোজ্য তেল,  ভেজাল হেয়ার অয়েল, ভেজাল মধু পাওয়া যায়। বিএসটিআইয়ের পক্ষ থেকে এর বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে।   

    চট্টগ্রামে অবৈধভাবে অর্থের বিনিময়ে যে কোনো সংবাদ প্রচার, স্বার্থসিদ্ধি না হলে ব্যক্তি বিশেষের চরিত্রহননসহ সাংবাদিকতা বিরুদ্ধ নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসা ‘সিপ্লাস টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলের অফিসে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।এ সময় অফিসটি সিলগালা করার পাশাপাশি জব্দ করা হয়েছে মাইক্রোফোন, ক্যামেরা ও কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়া সি-ভিশন, এসবি টিভি, টুয়েন্টিফোর টিভি ও দৈনিক অর্থনীতি নামে আরও চারটি অনিবন্ধিত আইপি টিভি ও ইউটিউব চ্যানেলের অফিসে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসব ইউটিউব চ্যানেলের অফিসও সিলগালা করা হয়েছে। অনলাইন টিভির নামে খোলা একটি অফিস থেকে ভেজাল পণ্যের ব্যবসাও পরিচালনা করা হতো। অভিযানে এসব ভেজাল মালামালও জব্দ করা হয়।রোববার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এবং হিমাদ্রী খীসা পৃথক এই অভিযান পরিচালনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন চট্টগ্রাম এ অভিযান পরিচালনা করেন বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ জানান।জানা যায়, ২০১৭ সালে সরকার অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ চালু করলে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন নিতে বলা হয়। পরবর্তীতে অনিবন্ধিত আইপি টিভি ও অনলাইন পোর্টাল সংবাদ প্রচার করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই প্রেক্ষিতে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার।আজ রোববার দুপুরে নগরীর ওয়াসার মোড়স্থ ‘সিপ্লাস টিভি’ ও লালখান বাজারস্থ ‘দৈনিক অর্থনীতি’ ও ‘এসবি টিভি’ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। অভিযানে অনিবন্ধিত আইপি টিভিগুলোর ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, ল্যাপটপসহ সকল যন্ত্রপাতি জব্দ করে পুরো কার্যালয় সিলগালা করে দেওয়া হয়েছে। একইসাথে বিদ্যুৎ, ওয়াইফাই ও সার্ভার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।একইদিন নগরীর জিইসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজার পেছনের গলির একটি ভাড়া বাসায় অবৈধভাবে পরিচালিত অনিবন্ধিত আইপি টিভি ‘সি-ভিশন’ ও গোলপাহাড় মোড় এলাকার টুয়েন্টিফোর টিভি কার্যালয়ে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ অনিবন্ধিত চ্যানেলেরও যাবতীয় যন্ত্রপাতি জব্দ করে সিলগালা করা হয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, ‘সিপ্লাস টিভি, দৈনিক অর্থনীতি, টুয়েন্টিফোর টিভি ও এসবি টিভি কার্যালয়ে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। কথিত আইপি টিভিগুলোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।’ এসকল অনলাইন টিভির কোনো নিবন্ধন নাই। দীর্ঘদিন ধরে  জাতীয় সম্প্রচার  নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিলো তারা। অনলাইন চ্যানেল/টিভি, পোর্টাল-ব্লগের তথ্য-উপাত্ত, কনটেন্ট প্রচার, প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে দি সেন্সরশিপ অব ফিল্মস আইন,১৯৬৩ (ঞযব ঈবহংড়ৎংযরঢ় ড়ভ ঋরষস অপঃ,১৯৬৩);  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (ওঈঞ অপঃ,২০০৬); বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১; কপিরাইট, ট্রেডমার্কস, প্যাটেন্টস ডিজাইন সহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন-বিধি বিধান লঙ্ঘন করে আসছে।পর্যায়ক্রমে চট্টগ্রাম মহানগর ও জেলায় সব অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভিতে অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশ রয়েছে অনিবন্ধিত এসব অনলাইন ও আইপি টিভি বন্ধ করার বিষয়ে।’নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, ‘সি-ভিশন ও টুয়েন্টিফোর টিভি নামে দুটি অনিবন্ধিত আইপি টিভি নগরীর জিইসি মোড় ও গোলপাহাড় এলাকায় ভাড়া বাসা নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল। আজ অভিযান পরিচালনা কওে সেগুলো সিলগালা করা হয়েছে এবং মালামাল জব্দ করা হয়েছে বলে তিনি বলেন।

    প্রকাশিত রবিবার ২৫ জুন ২০২৩