আকবর শাহ’য় চসিকের সহযোগীতায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন।
এম এ মেহেদিঃ চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর তত্ত্বাবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগীতায় ও সেচ্চাসেবী সংগঠন এ্যাডভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে নগরীর ৪১ ওয়ার্ডে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ এর অংশ হিসেবে, আকবর শাহ থানাধীন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ঈদগাহ ময়দান এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এসময় তাল গাছ খেজুর গাছ ও বিভিন্ন ওষুধী গাছ রোপণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২ টায় এই বৃক্ষরোন কর্মসুচী উদ্বোধন করে বৃক্ষরোপণ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলরর আলহাজ্ব জহুরুল আলম জসিম। আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জসিম, চসিক ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড সচিব, রুবেল কুমার শীল, সেচ্চাসেবী সংগঠক জাফর ইকবাল জনি,যুবলীগ নেতা আনিছ চৌধুরী রাজন ১০ নং ওয়ার্ড শ্রমিক লীগ নেতা জুনায়েদ।
এসময় কাউন্সিলর জসিম বনেল, আমাদের দেশের তাপমাত্র অনেক বেড়ে গেছে , পরিবেশ রক্ষায় গাছ লাগানো অতিব জরুরী, গরম থেকে রক্ষা পেতে গাছ লাগানো ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই । তিনি আরো বলেন আমি আমার নিজ উদ্যোগে আমার এই ওয়ার্ডে ১ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এলাকাবাসী নিজ নিজ বাড়ির আঙ্গীনায় বিভিন্ন ওষুধী ফলজি কাছ লাগাবেন এতে পরিবেশ ভালো থাকবে পর্যাপ্ত অক্সিজেন পাবেন, আমাদের সকলের একটাই শ্লোগান হোক গাছ লাগায় পরিবেশ বাচায়।
সেচ্চাসেবী সংগঠন এ্যাডভিশন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠাতা পরিচালক, মাসুদ রানা, জাহাঙ্গীর আলমসহ মান্যগণ্য ব্যাক্তিবর্গ।
প্রকাশিত বৃহস্পতিবার ১৫ জুন ২০২৩