• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বরগুনায় কাউন্সিলর নির্বাচিত হলেন আফরোজা পারভীন।

     


    জেলা প্রতিনিধি,বরগুনাঃ বরগুনা পৌরসভার ০১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদের উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রয়াত কাউন্সিলার তারিকুজ্জামান টিটুর স্ত্রী আফরোজা পারভীন। তিনি ১৯১ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  

    সোমবার (১২ জুন) বরগুনা সরকারি মহিলা কলেজে সকাল আটটায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ‍্যা ছিল ৩, ৪২৯ ভোট। এরমধ্যে ভোট পড়েছে ১৮৫৫টি।  

    উটপাখী প্রতীক নিয়ে আফরোজা পারভীন ভোট পেয়েছেন ১০৩১টি। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আকতারুজ্জামান নাসির পাঞ্জাবী প্রতীক ৮৪০ ভোট পায়। ১৯১ ভোট বেশী পাওয়ায় আফরোজ পারভীনকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 


    প্রকাশিত সোমবার ১২ জুন ২০২৩