• সদ্যপ্রাপ্ত সংবাদ

    রাষ্ট্রপতির পদ নিয়ে রিট আবেদনকারীকে লাখ টাকা জরিমানা

     

    রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রিট আবেদনকারী আইনজীবীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। এ ছাড়া রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করায় ইসির প্রজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী ১২ মার্চ আরও একটি রিট করেন।পৃথক দুটি রিট একসঙ্গে শুনানি করে গত ১৫ মার্চ তা সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর এম এ আজিজ খান আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা আজ খারিজ করে দেন আপিল বিভাগ।আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
    প্রকাশিত বৃহস্পতিবার ১৮ মে ২০২৩