মঙ্গলবার, জানুয়ারী 14.
  • সদ্যপ্রাপ্ত সংবাদ

    আগাম নির্বাচন করে জনগণকে বোকা বানাতে চায় সরকার: মির্জা ফখরুল

     


    ক্ষমতায় টিকে থাকতে সরকার ভিন্ন কৌশল হিসেবে আগাম নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জনগণ এমন সব চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

    আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ফখরুল এসব কথা বলেন। দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

    আগাম নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার একটা ভিন্ন কৌশল নিতে চায় যে, আগাম নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে তারা আবার আগের মতো নির্বাচন করে নিজেদের বিজয়ী ঘোষণা করবে। এবার আর জনগণ আপনাদের কোনো কৌশলকে সফল হতে দেবে না। আপনাদের কোনো ফাঁদে জনগণ আর পা দেবে না। এবার জনগণ প্রতিরোধ গড়ে তুলবে, আপনাদের সব চক্রান্তে ব্যর্থ করবে।’

    সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার ফ্যাসিস্ট সরকার। এই সরকার গণতন্ত্র মানে না, মানুষের মতামতকে গুরুত্ব দেয় না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। নির্বাচন ছাড়াই জোর করে বন্দুক-পিস্তল দিয়ে তারা ক্ষমতায় টিকে আছে। আজকে দুর্ভাগ্যজনকভাবে দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাহায্য করছে, জনগণের টাকায় যাদের পেট চলে।  

    ফখরুল বলেন, ‘এ দেশের মানুষ কখনই অন্যায়কে মেনে নেয়নি। দেশের মানুষ সব সময় ন্যায়ের পক্ষে লড়াই করেছে, যুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজকে জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

    প্রকাশিত শনিবার ০১ এপ্রিল ২০২৩