• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বরগুনায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে, জেলা পরিষদ।

     

    জেলা প্রতিনিধি,বরগুনাঃ বরগুনা জেলা পরিষদের উদ্যোগে ১২০০ দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।  

    মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির।

    বরগুনা শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে বিতরণ অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী জালাল উদ্দীন, সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক প্রমুখ।  
    খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, চিনি ও সেমাই ২ প্যাকেট।

    প্রকাশিত বুধবার ১৯ এপ্রিল ২০২৩