• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় ৮ বাংলাদেশীসহ নিহত ২২

     


    সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহাইল এলাকার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ২২ জন মারা গেছেন। যার মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানা গেছে।

    জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন, বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন, যাঁরা ওমরাহ করতে মক্কা যাচ্ছিলেন। আর যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশের যাত্রী।

    বাংলাদেশ সময় রাত ৮টায় পাওয়া তথ্য অনুযায়ী, নিহত ২২ যাত্রীর মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 

    দুর্ঘটনায় আহত ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ দূতাবাসের একটি টিম ঘটনাস্থলে গেছে বলে উক্ত কর্মকর্তা জানান।


    প্রকাশিত মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩