• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ঢাকা থেকে ছেড়ে আসা ইমা পরিবহন উল্টে খাদে, আহত ২২।

     


    মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটা গামী ইমা পরিবহনটি, পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী মহাসড়কে দুরপাল্লার যাত্রবাহী বাস উল্টে সড়কের বাইরে খাদে পড়ে যায়। এঘটনায় অবিনাশ মিত্র (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এবং আরো ২২জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার রাত  তিন টার দিকে মঠবাড়িয়া পৌরশহর হতে এক কিলোমিটার দুরে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাড়কের উত্তর মিঠাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

    ইমা পরিবহন (ঢাকা-মেট্রো-১২-১৩২৯) নামে বাসটি রবিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫জন যাত্রী নিয়ে মঠবাড়িয়া-পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। প্রত্যক্ষদর্শী বাসযাত্রীদের কাছ থেকে   জানা যায় , রবিবার রাত সাড়ে আটটা, পৌনে নয়টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ইমা পরিবহনের বাসটি ছেড়ে পাথরঘাটা ভায়া মঠবাড়িয়ার উদ্দেশ্য আসছিলো। 

    রাতে  তিনটার দিকে মঠবাড়িয়া শহরের উত্তর মিঠাখালী নাম স্থানে পৌঁছলে হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রন হাড়িয়ে সড়কের  বাম পাশে ছিটকে  পড়ে যায়।  এ সময় বাসে থাকা ২২ জন যাত্রী গুরুতর আহত হন। 

    স্থানীয় লোকজন  আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুয়েত প্রবাসি হাসপাতালে ভার্তি করেন। এর মধ্যে গুরুতর আহত আইনজীবী অবিনাশ মিত্র মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। 

    অপরদিকে গুরুতর আহত যাত্রী মঠবাড়িয়ার আরিফ হোসেন (৪০), হেলেনা বেগম (৫০), সাব্বির হোসেন (১৪), শামিম মিয়া (২৪) ও পাথরঘাটা উপজেলার নূর আলম (৪৫) ও মিজানুর রহমানকে (৪০) আশংকা জনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনার পর গাড়িচালক ও হেল্পার পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।

    প্রকাশিত সোমবার ২০ মার্চ ২০২৩