সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪ আহত ১৫
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ১৫ জন।
প্রকাশিত শনিবার ০৪ মার্চ ২০২৩
আহতদের উদ্ধার করে চমেকে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস, গাউসিয়া কমিটির সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‘সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডে হয়েছে । আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি।
প্রকাশিত শনিবার ০৪ মার্চ ২০২৩