• সদ্যপ্রাপ্ত সংবাদ

    অশ্লীল ভিডিও ভাইরাল, কিশোরীর মায়ের আত্নহত্যা, বখাটে আটক

     

    মোঃ শাকিল আহমেদ, বরগুনা। বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার লজ্জায় মায়ের আত্মহত্যার অভিযোগে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে পর্ণোগ্রাফি, ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। 
    রবিবার (১২ মার্চ) ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে তালতলী থানায় এ মামলা দায়ের করেন।

    মামলায় অভিযুক্ত কিশোর আসাদুল ইসলাম একই উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
    অশ্লীল ভিডিও দিয়ে ব্লাকমেইল করা বখাটে আসাদুল র‍্যাবের হাতে আটক হয়েছে। এবং তার নামে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসাদুল ইসলাম তার প্রতিবেশী ওই কিশোরীকে স্কুলে আসা- যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত। একপর্যায়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখে। যা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় দৈহিক মেলামেশা করতে বাধ্য করত।

    সম্প্রতি ওই ভিডিও এলাকায় ছড়িয়ে পড়লে ৮ মার্চ তা জেনে ওই কিশোরীর মা অসুস্থ হয়ে পড়ে। তবুও মানসম্মানের কথা ভেবে ৯ মার্চ সকালে আসাদুলকে ডেকে ছবি-ভিডিও ডিলিট করার অনুরোধ করেন ওই নারী। কিন্তু আসাদুল তাতে রাজি না হয়ে উল্টো হুমকি দেয়াসহ তাকেও লাঞ্চিত করার ভয় দেখায়। এতে মানসম্মানের কথা ভেবে তিনি দিশেহারা হয়ে সকলের অগোচরে ব্যাটারির 'এসিড' পান করে আত্মহত্যা করে।

    প্রকাশিত রবিবার ১২ মার্চ ২০২৩