• সদ্যপ্রাপ্ত সংবাদ

    দুস্থ’ ও অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

     

    চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের দুস্থ’ ও অসহায় প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

    গতকাল ভাটিয়ারীস্থ সিমনি শীপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে সীতাকুণ্ডের শিল্পপতি ও শিক্ষানুরাগী সিমনি গ্রæপের প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার দুস্থ গরিব ও অসহায়  পাঁচ’শর অধিক পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বস্তাভর্তি ইফতার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক পরিবারের বয়োঃবৃদ্ধগণ। 

    এ সময় তার জন্য দোয়া কামনা করতে দেখা যায় অনেককেই।সীতাকুণ্ড এলাকার মধ্যে কদমরসুল, মাদাম বিবির হাট, ভাটিয়ারী, বিএমএ গেইট, আব্দুল্লাহ ঘাটা রোড, জলিল গেইট, ফৌজদারহাট রোড ও বাংলা বাজার এলাকার জনগণ ইফতার সামগ্রী নিয়ে বাড়ী ফেরেন।আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান বলেন, তিনি সারাজীবন মানুষের সেবা করে পাশে থাকতে চয়। তিনি এবং সিমনি গ্রুপ সীতাকুণ্ডের মানুষের সেবায় আন্তরিক।

    প্রকাশিত শুক্রবার ২৪ মার্চ ২০২৩