দুস্থ’ ও অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের দুস্থ’ ও অসহায় প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
গতকাল ভাটিয়ারীস্থ সিমনি শীপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে সীতাকুণ্ডের শিল্পপতি ও শিক্ষানুরাগী সিমনি গ্রæপের প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার দুস্থ গরিব ও অসহায় পাঁচ’শর অধিক পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বস্তাভর্তি ইফতার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক পরিবারের বয়োঃবৃদ্ধগণ।
এ সময় তার জন্য দোয়া কামনা করতে দেখা যায় অনেককেই।সীতাকুণ্ড এলাকার মধ্যে কদমরসুল, মাদাম বিবির হাট, ভাটিয়ারী, বিএমএ গেইট, আব্দুল্লাহ ঘাটা রোড, জলিল গেইট, ফৌজদারহাট রোড ও বাংলা বাজার এলাকার জনগণ ইফতার সামগ্রী নিয়ে বাড়ী ফেরেন।আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান বলেন, তিনি সারাজীবন মানুষের সেবা করে পাশে থাকতে চয়। তিনি এবং সিমনি গ্রুপ সীতাকুণ্ডের মানুষের সেবায় আন্তরিক।